মহা শিবরাত্রির এই পবিত্র উপলক্ষ উদযাপন করুন হৃদয়ছোঁয়া শুভেচ্ছা ও বার্তাগুলির মাধ্যমে। প্রিয়জনদের সঙ্গে এই ভক্তিমূলক বার্তাগুলি শেয়ার করুন এবং মহাদেবের আশীর্বাদ ছড়িয়ে দিন।
কথিত শিবরাত্রি মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের তিথি, অর্থাৎ শিব তথা পুরুষশক্তি এবং আদিশক্তির মিলনের তিথি। এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনায় অজ্ঞতা, অন্ধকার দূর হয়।